Homeদেশের গণমাধ্যমেফ্যাসিবাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত : মিরাজ 

ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত : মিরাজ 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল থানা আওতাধীন ৯৪নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিরাজ বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তার দোসরদের তিনি এই দেশে রেখে গেছেন। তারা এখন দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত। তাদের চিহ্নিত করতে হবে এবং সমূলে উৎপাটন করতে হবে।

কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্য সচিব। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

সেইসঙ্গে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

সাজ্জাদুল মিরাজ বলেন, দেশের মানুষ যে প্রত্যাশা-আশা নিয়ে দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই-আন্দোলন করেছে, গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার তাদের সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। ওই অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. শাহিন খান, আকতার হোসেন ও মো. পারভেজের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম মনির, সালেহ আহমেদ চৌধুরী মানিক; সদস্য মামুন মোল্লা, কামরুল ইসলাম, রতন ইসলাম রাড়ি, মজিবুর রহমান প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত