জাকারবার্গ ফ্যাক্টচেকারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, মেটার ফ্যাক্টচেকাররা রাজনৈতিকভাবে অনেক বেশি পক্ষপাতদুষ্ট থেকেছে। তারা আস্থা তৈরির বদলে অনেক বেশি আস্থা নষ্ট করেছে।
জাকারবার্গ বলেন, মেটার আধেয় সম্পাদনাকারী কর্মীদের ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেওয়া হবে। সেখানে মেটার পক্ষপাত নিয়ে উদ্বেগ কিছুটা কম।
জাকারবার্গ অবশ্য স্বীকার করেছেন, মেটা এখন থেকে আধেয় বা কনটেন্ট ফিল্টার করবে কম। এতে অনেক খারাপ আধেয় মেটার প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ হয়ে যেতে পারে।