লালমোহনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী মন্দ নন। অবসরপ্রাপ্ত বিচারকের চরিত্রে রজতাভ দত্তও অসাধারণ।
আলাদা করে এই সিরিজের সিনেমাটোগ্রাফির প্রশংসা করতেই হয়। কাশ্মীর নিয়ে গল্প যখন, প্রাকৃতিক দৃশ্য আপনাকে চমকে দেবে, এটাই স্বাভাবিক। তবে নির্মাতা যেভাবে ড্রোন শটে বারবার কাশ্মীরের বরফের পাহাড়, উপত্যকা দেখিয়েছেন, সেটা দুর্দান্ত।