Homeদেশের গণমাধ্যমেফেনীতে অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই ১৭ ঘর

ফেনীতে অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই ১৭ ঘর


ফেনী পৌরসভাধীন উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনির ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে উঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ১৭টি পরিবারের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা জানান, আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। খোলা আকাশের নিচে থাকতে হবে।

করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসে। পাশের জলাধার থেকে আমরা অনবরত পানি ঢেলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। না হয় আশপাশের আরও ভবন ক্ষতিগ্রস্ত হতো।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন (পাশা) কালবেলাকে বলেন, কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ সহজ হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও বলা যাচ্ছে না। এতে আনুমানিক ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত