Homeদেশের গণমাধ্যমেফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় মামলা, দোকানি গ্রেফতার

ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় মামলা, দোকানি গ্রেফতার


যশোরের অভয়নগরে ঈদমেলায় ফুচকা খেয়ে নারী, পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দোকানি মনির হোসেনকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে গ্রেফতার ওই দোকানিকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার ঈদের দিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুচকা খেয়ে দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক হওয়ায় ১৪ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে ফুচকা দোকানি মনির হোসেন পলাতক ছিলেন। ফুচকা খেয়ে অসুস্থ তানজিম হোসাইন নামে এক ব্যক্তি বুধবার মনির হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা (নম্বর-৩/০২.০৪.২০২৫ দণ্ডবিধির ২৭২/২৭৩/৩৩৬ ধারাসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা) দায়ের করেন। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

মনির হোসেন যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের আব্দুল লতিফ ওরফে মিন্টুর ছেলে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলীমুর রাজিব বলেন, ‘ফুচকা খেয়ে বুধবার পর্যন্ত ২৩৫ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ১৪ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অবস্থার উন্নতি হয়েছে এমন ১৪৮ জনকে চিকিৎসাপত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এখন স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন ভর্তি রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে।’

অভয়নগর থানার ওসি আবদুল আলিম বলেছেন, ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়া তানজিম হোসাইন গতকাল দোকানির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত