যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে তিন ধাপে। এখন ছয় সপ্তাহের প্রথম ধাপ চলছে। এই ধাপে মোট ৩৩ জিম্মিকে ইসায়েলের কাছে ফেরত দেবে হামাস। বিনিময়ে কয়েক শ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এখন পর্যন্ত সাতজন জিম্মি ইসরায়েলে ফিরেছেন। আর ২৯০ জন ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে আগামী মঙ্গলবারের মধ্যে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে এরই মধ্যে মিসরের রাজধানী কায়রোয় পৌঁছেছে হামাস নেতা মোহাম্মদ দারবিশের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা সফল হলে আরও ৬০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর গাজা থেকে সামরিক বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেবে ইসরায়েল। তারপর শুরু হবে যুদ্ধবিরতির তৃতীয় ধাপ।
দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে হামাস নেতা সামি আল জুহরি বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই এই আলোচনা শুরু হবে বলে তিনি মনে করেন। আর ইতিবাচক অগ্রগতিও হবে বলে তাঁর বিশ্বাস। কারণ, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু ছাড়া আর কোনো পথ খোলা নেই নেতানিয়াহুর সামনে।