মানববন্ধনে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি এবং যুদ্ধের শহীদদের স্মরণে মানববন্ধন শেষে ইসরায়েলের পতাকায় আগুন দেন শিক্ষার্থীরা। মানববন্ধন শুরুর আগে শিক্ষার্থীরা বুয়েটের প্রবেশপথে ইসরাইলের পতাকা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি মাটিতে ফেলে রাখেন। তারা পা দিয়ে পতাকা ও ছবি মাড়িয়ে ক্যাম্পাস থেকে বের হন।
মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘আমাদের পরাজয় বলতে কিছু নেই, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী’; ‘ওয়ান উম্মাহ, ওয়ান বডি’; ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।