হামজা চৌধুরীর সঙ্গে সুসংবাদও পেতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে অভিষেক হয় হামজা চৌধুরীর। তার নৈপুণ্যেই মূলত র্যাংকিংয়ে ১২৬তম স্থানে থাকা ভারতের সঙ্গে তাদেরই মাটিতে ওই ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।
সেই ড্র’য়ে ফিফা র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে লাল-সবুজ জার্সিধারীদের। এপ্রিল মাসের প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দেখা যায়, দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ছিল ১৮৫তম স্থানে। দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা এখন রয়েছে ১৮৩তম স্থানে।
বাংলাদেশ দুই ধাপ এগোলেও এক ধাপ পিছিয়েছে ভারত। ১২৬তম স্থান থেকে তারা নেমে গেছে ১২৭তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারালেও লাভ হয়নি, এক ড্র’য়ে ফিফা র্যাংকিংয়ে পেছাতেই হলো সুনিল ছেত্রিদের। মালদ্বীপেরও দুই ধাপ অবনমন ঘটেছে। ১৬২ থেকে তারা এখন ১৬৪তম স্থানে।
যথারীতি ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন, লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। তাদের মোট রেটিং পয়েন্ট ১৮৮৬.১৬। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তাদের রেটিং পয়েন্ট ১৮৫৪।
স্পেনকে জায়গা ছেড়ে দিয়ে একধাপ নিচে, তৃতীয় স্থানে নেমে আসলো ফ্রান্স। ব্রাজিল রয়েছে আগের ৫ম স্থানেই। রোনালদোর পর্তুগাল ষষ্ঠ স্থান থেকে নেমে গেছে সপ্তম স্থানে। নেদারল্যান্ডস উঠলো ষষ্ঠ স্থানে।
আইএইচএস/