হিমেল আশরাফ, ‘রাজকুমার’
আগের বছরের সবচেয়ে আলোচিত ও ইন্ডাষ্ট্রি হিট ‘প্রিয়তমা’ পরিচালক এ বছরেও এসেছিলেন তাঁর নতুন সিনেমা নিয়ে। ‘রাজকুমার’ ছবিটি বছরের শুরুতে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায়। শৈশবে হারিয়ে ফেলা মাকে খুঁজতে পাবনার এক যুবকের যুক্তরাষ্ট্রযাত্রা ও করুণ পরিণতির গল্পে নির্মিত হয় ‘রাজকুমার’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান। আরও ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, মাহিয়া মাহি, আরশ খান, তারিক আনাম খান প্রমুখ। মুক্তির পর ‘রাজকুমার’ দেশ-বিদেশে প্রশংসিত হয়, একই সঙ্গে শাকিবের অভিনয়ে মুগ্ধ হন দর্শকেরা। পরিচালক হিমেল আশরাফ আগে শাকিব খানকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বানিয়েছিলেন ‘প্রিয়তমা’। দুটি গান, মেকআপ আর কাস্টিংয়ের বদৌলতে সে ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে দেশে-বিদেশে। তবে পূর্ণাঙ্গ ছবি হিসেবে ‘প্রিয়তমা’র গাঁথুনির দুর্বলতার কথা বলেছিলেন কেউ কেউ। তখন কেউ কেউ এ–ও বলেছিলেন, শক্তিশালী টিম নিয়ে কোচ গেছেন ভিন্ন পরিবেশে, অপ্রচলিত মাঠে খেলতে। ‘রাজকুমার’-এর ক্ষেত্রে বিষয়টা অন্য রকম, সেই তাঁদেরই বক্তব্য এবার ছিল এ রকম, মাঠে সেরা দলটাকে নিয়ে নেমেছেন কোচ। যার ফলে সফলও হয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবি বললেই যেসব ছবি ফুটে ওঠে, ২ ঘণ্টা ২৫ মিনিটের ‘রাজকুমার’ও আদতে তার সঙ্গে মিলে যায়।