Homeদেশের গণমাধ্যমেফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 



ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২১ আগস্ট ২০২৪  
আপডেট: ১৯:৫৮, ২১ আগস্ট ২০২৪

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, নিহত কবির উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন পরিস্থিতি  স্বাভাবিক রয়েছে।

তামিম/মাসুদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত