Homeদেশের গণমাধ্যমেফরহাদপত্নী মোনালিসাকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ

ফরহাদপত্নী মোনালিসাকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ


সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নাশকতার নির্দেশদতা হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মেহেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার দেখানো অন্য একটি মামলায় মোনালিসার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনজুরুল ইমাম জামিন সেই আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পরে মেহেরপুর সদর থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাশকতার নির্দেশদাতা হিসেবে মোনালিসাকে গ্রেপ্তার দেখানোর জন্য মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই প্রহলাদ রায় আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক মো. জাহিদুর রহমান তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশকে নির্দেশ দেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের ব্যানারে মেহেরপুর থেকে ২ হাজার সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনের মাধ্যমে গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনের নামে জমায়েত হওয়ার আহ্বান করা হয়েছিল। স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত যড়যন্ত্রকারীদের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ জমায়েতের লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করা।

মেহেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস কালবেলাকে বলেন, ‘মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলায় দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। একটি মামলাতে তিনি ইতিপূর্বে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য একটি মামলায় বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত সেটি নামঞ্জুর করেন। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা অন্য একটি মামলা আসামি হিসেবে মোনালিসাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করা হয়। বিষয়টি আমলে নিয়ে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত