দীর্ঘ প্রতীক্ষার পর ২৪ জানুয়ারি (শুক্রবার) প্রেক্ষাগৃহে এসেছে ‘রিকশা গার্ল’। দেশের ১১টি সিনেমা হলে দর্শকরা উপভোগ করছেন অমিতাভ রেজার সাড়া জাগানো এই সিনেমাটি।
প্রথম শো’তেই ‘রিকশা গার্ল’কে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়েছে। প্রায় সব শ্রেণি-পেশার মানুষ ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেছেন।
‘রিকশা গার্ল’ মুক্তি পেয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স এস কে এস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমা হল। এছাড়া- চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড, সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ায় মম ইন, পাবনায় রূপকথা সিনেমা এবং রাজশাহীতে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স-এ ‘রিকশা গার্ল’ মুক্তি পেয়েছে।
সিনেমাটি যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত।
এটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। ইতোমধ্যে ‘রিকশা গার্ল’ দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে শিল্পীমনা নাঈমাকে ঘিরে। ছবি আঁকার প্রতি তার গভীর ভালোবাসা থাকলেও দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবার হঠাৎ অসুস্থতা তাকে জীবনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। ছবি এঁকে আয় সম্ভব না হওয়ায় নাঈমা বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় নামে। এভাবে গল্পের বাঁক ক্রমেই জটিল হয়ে ওঠে। প্রশ্ন জাগে, নাঈমা কীভাবে তার স্বপ্নকে পূরণ করবে?
বলা দরকার, সিনেমার ট্রেইলার ও পোস্টার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ নিয়ে সিনেমাপাড়ায় উচ্ছ্বাস দেখা যায়। এছাড়া, রিকশা শ্রমিকদেরকে বিনামূল্যে ‘রিকশা গার্ল’ দেখানোর ব্যবস্থা করা হবে জানান নিবাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল। উল্লেখ্য, রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।