Homeদেশের গণমাধ্যমেপ্রাথমিকে ১ম প্রান্তিক মূল্যায়ন মে মাসে, ৩য় প্রান্তিক ডিসেম্বরে 

প্রাথমিকে ১ম প্রান্তিক মূল্যায়ন মে মাসে, ৩য় প্রান্তিক ডিসেম্বরে 


নতুন শিক্ষাক্রমে প্রাথমিকপর্যায়ে প্রায় সব শ্রেণিতে পরীক্ষা বাতিল করা হয়েছিল। তৃতীয় শ্রেণি পর্যন্ত ছিল শুধুই শিখনকালীন মূল্যায়ন। তবে চতুর্থ ও পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালুর আগেই তা বাতিল ঘোষণা করা হয়।

ফলে এ দুই শ্রেণিতে চলতি বছরও নিয়ম অনুযায়ী হয়েছে বার্ষিক পরীক্ষা। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শেষ সময়ে তড়িঘড়ি বার্ষিক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আগামী শিক্ষাবর্ষে প্রাথমিকের পাঁচটি শ্রেণিতে আগের মতোই তিনটি পরীক্ষা নেওয়া হবে। তবে ‘পরীক্ষা’ শব্দ এড়িয়ে ‘প্রান্তিক মূল্যায়ন’ শব্দ ব্যবহার করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এমন তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মিরাজুল ইসলামের সই করা শিক্ষাপঞ্জির কপি জাগো নিউজের হাতে এসেছে।

শিক্ষাপঞ্জির তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে বছরে তিনটি প্রান্তিক মূল্যায়ন হবে। প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হবে ৫ মে, যা চলবে ১৫ মে পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৮ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত নেওয়া হবে। এছাড়া শেষ বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে ১ ডিসেম্বর, যা শেষ হবে ১০ ডিসেম্বর।

প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৫ সালে সাপ্তাহিক ছুটি বাদে ৭৬ দিন ছুটি থাকবে। দীর্ঘ ছুটির মধ্যে ২ মার্চ থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হবে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। লম্বা ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৪ দিন স্কুল ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ২২ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৭ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত