প্রকাশিত: ১৫:২৩, ৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১৫:২৫, ৫ এপ্রিল ২০২৫
আজিজুল হক তামিমের নেতৃত্বে গতবছর যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর তামিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এনসিএল টি-টোয়েন্টি, বিপিএল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগে ধারবাহিকভাবে খেলে যাচ্ছেন এই ব্যাটসম্যান। ঈদের পরে ব্যাট-বল তুলে রেখে এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে বসার কথা ছিল তামিমের। সেটি জানিয়েও রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
কিন্তু সিদ্ধান্তে পালটেছেন এই যুব ক্রিকেটার। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে চান না তিনি। খেলতে চান আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। পরিবারের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত এসেছেন তামিম।
বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার এইচ এম কায়সার রাইজিংবিডিকে বলেন, এটা ক্রিকেটারদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, “আসলে এটা প্লেয়ারদের ব্যাক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত। যেহেতু সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না, এটা সে আসলে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়েছে।”
“শুরুতে তার ভিন্ন চিন্তা ছিল। এখন সে চায় খেলায় যাতে কোনো ব্রেক না হয়, সে খেলে যেতে চায়।”- যোগ করেন কায়সার।
তামিম যে একেবারে পরীক্ষা দেবেন না তা না। বিসিবিকে জানিয়েছেন আগামী বছর প্রস্তুতি নিয়ে চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেবেন। কায়সার বলেন, “সে আমাদের জানিয়েছে, চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে চায়। তার ইচ্ছা প্রস্তুতি নিয়ে আগামী বছর ভালোভাবে পরীক্ষা দেবে।”
২১ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে যুব দল। এর আগে রাজশাহীতে ক্যাম্প হবে। সব ঠিক থাকলে তামিমকে নিয়েই ঘোষণা হবে দল।
ঢাকা/রিয়াদ/নাভিদ