Homeদেশের গণমাধ্যমেপ্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ


স্বাধীনতার ৫৩ বছরে অনেক নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছে কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। ভোটাধিকার নিশ্চিত হয়নি। মানুষের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার ( ২৩ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনাকালে আয়োজিত এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বরং সকল সরকারের সময়েই দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আঙ্গুল ফুলে কলাগাছ নয় বটগাছ বনে গেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে । অপরদিকে মানুষের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকায় এসে দাঁড়িয়েছে ।

দলের মহাসচিব বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেনতেন কোন নির্বাচনের মাধ্যমে নতুন কোন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সে বিষয়ে তিনি সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত