দ্বিতীয় অপশন ইন্টারপোলের সহায়তা নেওয়া যেতে পারে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইন্টারপোল তখন যে দেশে আছেন, ওই দেশের আইনে ইন্টারপোল কাভার করতে পারে কি না, তাদের এখতিয়ার কাভার হবে কি না—এগুলো বিচার–বিবেচনা করে ইন্টারপোল সিদ্ধান্ত নেবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন, ওনার নিজের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন, ওনারা বলেছেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। আশা করি, উনি এটি বিশ্বাস করেন। এটা ওনার জন্য ভালো হবে। উনি যে দর্শনে বিশ্বাস করেন যে প্রত্যেক আসামিরই উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া। উনি হয়তো সেটিই করবেন।’