Homeদেশের গণমাধ্যমেপ্রতিষ্ঠাতা আশরাফ দাওলার প্রয়াণে স্পেশাল অলিম্পিকের শোক

প্রতিষ্ঠাতা আশরাফ দাওলার প্রয়াণে স্পেশাল অলিম্পিকের শোক


বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদরা বৈশ্বিক নানা আসর থেকে আজ যে সাফল্য নিয়ে আসছেন, সে পথটা দেখিয়েছিলেন আশরাফ দাওলা (৮৯)। স্পেশাল অলিম্পিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্প্রতি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দেশের হাজারো বুদ্ধি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদের সাফল্যর পথ দেখিয়েছেন তিনি। স্পেশাল অলিম্পিক বাংলাদেশের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে।

এক শোক বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘আশরাফ দাওলা ছিলেন একজন মানবিক মানুষ। দূরদর্শী এবং অগ্রগামী সংগঠক। তার নেতৃত্বে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ আত্মপ্রকাশ করে। দেশের অগণিত বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদের জীবনকে নতুন আলো দেখিয়েছেন তিনি।’

শোক বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ‘তার অশেষ অবদান, নিষ্ঠা ও নেতৃত্ব বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্রীড়াক্ষেত্রে অন্তর্ভুক্তির এক সমন্বিত সমাজ গঠনে অনন্য নজির স্থাপন করতে অনুপ্রেরণা জুগিয়েছে। ১৯৮৫ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছিলেন। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বার্তায় আরও বলা হয়েছে, ‘আশরাফ দাওলা আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন ও কর্ম আমাদের পথপ্রদর্শক হয়ে চিরকাল বেঁচে থাকবে।’

আশরাফ দাওলা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য হিসেবে কাজ করেছেন। এ সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিওএ। পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত