Homeদেশের গণমাধ্যমেপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসতে সম্মত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসতে সম্মত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো 


সিরিয়ার সব বিদ্রোহী দলকে বিলুপ্ত করে সেগুলোকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একত্রিত করতে সম্মত হয়েছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল-শারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাবেক বিদ্রোহীগোষ্ঠীর নেতাদের সঙ্গে আল-শারা এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছিলেন, আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ও কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে। 

এখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এড়ানোর গুরু দায়িত্ব বর্তাবে আল-শারার কাঁধে। 

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাসরাকে নিয়োগ দিয়েছেন সিরিয়ার নতুন শাসকরা। বাশারের পতনের পিছনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন তিনি।

সিরিয়ার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলিম কুর্দি ও শিয়া, সিরিয়াক, গ্রিক ও আর্মেনীয় অর্থডক্স খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের সদস্য রয়েছেন। গৃহযুদ্ধের সময়ে ভবিষ্যৎ সুন্নি ইসলামি শাসন নিয়ে সবসময় শঙ্কায় ছিলেন তারা।

পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে অবশ্য আল-শারা আশ্বস্ত করে বলেছিলেন, সাবেক সরকারের সদস্যদের ওপর প্রতিশোধ গ্রহণ বা কোনও সংখ্যালঘু সম্প্রদায়কে  দমনের পদক্ষেপ নেবে না তারা। তিনি আল কায়েদার সাবেক সহযোগী সংগঠন ও আসাদকে উৎখাতকারী প্রধান গোষ্ঠী হায়াত তাহরির আল- শামের প্রধান।

সিরীয় বিদ্রোহীরা ৮ ডিসেম্বর দামেস্কে প্রবেশ করে প্রায় অর্ধশতাব্দীর পারিবারিক শাসন ও ১৩ বছরের গৃহযুদ্ধের আপাত অবসান ঘটায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত