Homeদেশের গণমাধ্যমেপোষ্য কোটা বাতিলে রক্ত দিয়ে ব্যানার লিখলেন রাবি শিক্ষার্থীরা

পোষ্য কোটা বাতিলে রক্ত দিয়ে ব্যানার লিখলেন রাবি শিক্ষার্থীরা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে এবার রক্ত দিয়ে ব্যানার লিখে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে তারা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সিরিঞ্জের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করেন। পরে সেই রক্ত দিয়ে সাদা কাপড়ে ‘পোষ্য কোটা নিপাত যাক’ লিখে ব্যানার তৈরি করেন। সেই ব্যানারে রক্তমাখা হাতের ছাপও রাখেন শিক্ষার্থীরা। এই ব্যানারটি নিয়ে মানববন্ধন করেন তারা।

এ সময় তারা ‘রক্ত গেছে আরও যাক, পোষ্য কোটা নিপাত যাক’, ‘মেধাবীরা মুক্তি পাক, পোষ্য কোটা নিপাত যাক’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ আমান বলেন, “ন্যায্য দাবিতে শিক্ষার্থীরা কী ঘটাতে পারে তা আমরা জুলাই বিপ্লবে দেখেছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের কথা স্মরণ করিয়ে দিতেই আমরা আজ এখানে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ন্যায্যতার দাবির পক্ষে থাকতে হবে। পোষ্য কোটা বাতিলের বাইরে কোনো অপশন নেই। এটি তারা কীভাবে করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পোষ্য যে থাকছে না, সেটা আমরা আজ রক্ত দিয়ে লিখে দিয়ে গেলাম।

রক্ত দেওয়া শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, “আজকের পর থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা আমরা মেনে নেব না। পোষ্য কোটার মতো একটি নিকৃষ্ট ব্যবস্থা অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি। আমাদের ধারণা, চব্বিশের অভ্যুত্থানে শহীদ ও আহত ভাইদের রক্তের গন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাকে পৌঁছাচ্ছে না। তাই আজ আমরা রক্ত সংহতি জানাচ্ছি।”

আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম সজীব বলেন, “জুলাই অভ্যুত্থানের ফলে সব বৈষম্যমূলক কোটা বাতিল হয়ে যাওয়ার কথা। নতুন করে পোষ্য কোটা বাতিলের জন্য আমাদের এখানে দাঁড়ানোর কথা না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করছে যে, তারাও পোষ্য কোটা চায় না। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন, আপনারা না চাইলে কেন পোষ্য কোটা বাতিল করছেন না? একদিকে তারা আমাদের স্থবির রাখার চেষ্টা করছেন, অন্যদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্থবির রাখার জন্য যে গেমপ্ল্যান সাজানোর দরকার, সেটা তারা করছে।”

এর আগে, রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন, বিতর্ক, কোটার প্রতীকী কবর রচনা, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষর্থীরা। তবে কোটা সংস্কারে রিভিউ কমিটি গঠন করলেও এখন পর্যন্ত কোন ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাধা হিসেবে শিক্ষক-কর্মকর্তাদের দেখানো হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত