নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোতাসিম মাসুদ (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১) নামে আরও দুই জন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
মৃত মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েটের আহসানউল্লাহ হলে থাকেন। তারা তিন জনই বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওসি বলেন, ‘তারা তিন বন্ধু বৃহস্পতিবার মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। রাত ৩টার দিকে ৩০০ ফিট সড়কে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা। অহদের কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় গাড়িসহচালক সাদমানকে আটক করা হয়েছে। এছাড়াও গাড়ির ভেতরে থাকা আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।’
গাড়িটি একজন সাবেক সেনাকর্মকর্তার বলে জানিয়েছে পুলিশ।