Homeদেশের গণমাধ্যমেপুলিশি সহিংসতার বিরুদ্ধে পতুর্গালে বিক্ষোভ

পুলিশি সহিংসতার বিরুদ্ধে পতুর্গালে বিক্ষোভ


পুলিশি সহিংসতার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে পর্তুগালবাসী। শনিবার (২৬ অক্টোবর) লিসবনের কেন্দ্রীয় সড়কে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে হাজারো মানুষ।  এসময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন ও নানা স্লোগান দিচ্ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজধানীর বাইরের অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অধিকার সংগঠন ‘ভিদা জুস্তা’ বিক্ষোভের ডাক দেয়।

গত সোমবার আমাদোরা শহরতলিতে ৪৩ বছর বয়সী শেফ ওডায়ার মোনিজকে গুলি করে হত্যা করে পুলিশ। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পর্তুগাল।

বিক্ষোভকারীরা ‘ওডায়ারের জন্য ন্যায়বিচার’ বলে স্লোগান দেয়। এসময় ‘আমাদেরকে হত্যা বন্ধ করো’ এবং ‘হত্যাকারী পুলিশ হলে কার কাছে যাব?’-লেখা পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে তারা।

বিক্ষোভ থেকে ৩৬ বছর বয়সী ফাবিও লিমা বলেন, ‘আমাদের এলাকায় পুলিশি সহিংসতা একটি সাধারণ ঘটনা।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের শান্তি ও নিরাপত্তা দেওয়ার জন্য আছে, তারা আমাদের উদ্বিগ্ন ও ভীত করে তুলছে। আমার পাড়ায় পুলিশের অনুপস্থিতিতে আমি বেশি নিরাপদ বোধ করি!’

৪২ বছর বয়সী গ্যাব্রিয়েলা ফেরেইরা বলেছেন, ‘পুলিশ বাহিনীতে এমন কিছু ব্যক্তি আছেন যারা প্রকাশ্যে বর্ণবাদী এবং যারা ফ্যাসিস্ট বা উগ্র-ডানপন্থি রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে।’

গত বছর জাতিসংঘের বর্ণবাদ দূরীকরণ কমিটি পর্তুগালে বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত লোকদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত