Homeদেশের গণমাধ্যমেপুরো মার্চ মাসটাই  ‘এস কে’ মাস: বুবলী

পুরো মার্চ মাসটাই  ‘এস কে’ মাস: বুবলী



|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৯ মার্চ ২০২৫  
আপডেট: ১৫:১৫, ২৯ মার্চ ২০২৫

শাকিব খান, শেহজাদ খান বীর, শবনম বুবলী


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সম্প্রতি বীরের জন্মদিন উদযাপন করেছেন শাকিব খান। এই রেশ কাটতে না কাটতেই শাকিব খানের জন্মদিনে বীরের পক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। বাবা, ছেলে দুইজনের নামের শরু  ‘এস’ দিয়ে। তাইতো বুবলী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিলেন, ‘‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’’

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওই পোস্টের ক্যাপশনে এসব কথা লেখেন বুবলী।

ভিডিওতে দেখা যায়, বীরকে নিয়ে একটি ‘স্টার’ মোটিফের কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের পক্ষ থেকে লেখা- ‘‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’’ এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দিতেও দেখা যায় শাকিবকে।

বুবলীর এই পোস্টে ৭০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। 

ঢাকা/লিপি





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত