ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল সোয়া নয়টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামে একটি চার তলা ভবনের দোতলায় আগুন লাগে। এখানে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার কথা জানতে পারে। সাত মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট চলে যায়। আরও তিনটি ইউনিট সেখানে কাজ করছে।