Homeদেশের গণমাধ্যমেপুতিন ও ট্রাম্প সাত দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন

পুতিন ও ট্রাম্প সাত দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন


বুধবার সকালে রাশিয়ার সংবাদপত্রগুলোতে একটি ছবিই প্রাধান্য পেয়েছে। তা হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা রিয়াদে আলোচনার টেবিলে।

ক্রেমলিন রাশিয়ার জনগণ ও আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে একঘরে করার পশ্চিমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ওয়াশিংটনের সঙ্গে মস্কোর উষ্ণ সম্পর্কের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় নেতারা কিয়েভের ওপর ঘৃণা উগরে দিয়েছেন।

ক্রেমলিনপন্থী ট্যাবলয়েড মস্কোভস্কি কমসোমোলেৎস লিখেছে, ‘ট্রাম্প জানেন, তাঁর [রাশিয়াকে] ছাড় দিতে হবে। কারণ, তিনি এমন একটি পক্ষের সঙ্গে দর-কষাকষি করছেন, যারা ইউক্রেনে জিততে চলেছে।’

‘তিনি ছাড় দেবেন। তবে সেই ছাড় আমেরিকার ক্ষতি করে নয়, তা হবে ইউরোপ ও ইউক্রেনের মূল্য চুকানোর মধ্য দিয়ে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত