Homeদেশের গণমাধ্যমেপুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন


প্রকাশিত: ১৫:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৫  


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৫ কোম্পানির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।

এদিন ডিএসইতে মোট ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.৫৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.২৫ পয়েন্ট বেড়ে ৯৪১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.৫০ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৬টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।

দিনশেষে সিএসইতে ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত