Homeদেশের গণমাধ্যমেপিএসএলে সাকিব-তাসকিনসহ ৮ বাংলাদেশি

পিএসএলে সাকিব-তাসকিনসহ ৮ বাংলাদেশি


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের সূচি এখনও ঘোষণা হয়নি। যদিও এরই মধ্যে অনেক ক্রিকেটার পাকিস্তান লিগে নাম লিখিয়ে ফেলেছে। এই তালিকায় আছে বাংলাদেশের ৮ ক্রিকেটার। গত বছরের শেষ দিকে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহিমকে নিয়ে পোস্ট দিয়েছিল পিএসএল কর্তৃপক্ষ। এবার নতুন করে জানা গেলো, তালিকায় সাকিব-মোস্তাফিজ ছাড়াও আছে আরও ৬ বাংলাদেশি।

পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে আগামী ১১ জানুয়ারি পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট থেকে কতজন দল পান, সেটাই এখন দেখার।  

সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পিএসএল মাঠে গড়ায়। তবে এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করার ইচ্ছা পিসিবির।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত