দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর জন্য শক্তি জোগাতে পারেন বলে আশঙ্কা করছে ইরান।
এর মধ্যেই আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেন আরাগচি।
গতকাল শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে কাতারের মধ্যস্থতাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আশা করি অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
কাতারে অবস্থানকালে হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, গাজায় ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের পরও ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে।