Homeদেশের গণমাধ্যমেপান্থকুঞ্জ পার্ক দিয়ে র‍্যাম্প নামানো প্রকৃতিবিধ্বংসী কাজ: আনু মুহাম্মদ

পান্থকুঞ্জ পার্ক দিয়ে র‍্যাম্প নামানো প্রকৃতিবিধ্বংসী কাজ: আনু মুহাম্মদ


বিগত সরকারের সময় নেওয়া সব প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন করা ভাবা উচিত বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সব প্রকল্পেই প্রাণ-প্রকৃতিকে অগ্রাধিকার দেওয়া উচিত। এ ক্ষেত্রে প্রকল্প বাতিল করার প্রয়োজন হলে বাতিল করতে হবে। সব প্রকল্প পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক আকতার মাহমুদ বলেন, ঢাকায় পার্ক ও খেলার মাঠ মানুষের চাহিদার ৯০ ভাগের ১ ভাগ মাত্র। এখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হয়, কিন্তু পার্ক বা খেলার মাঠের জন্য কোনো প্রকল্প নেওয়া হয় না।

আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা শহরে প্রাণ-প্রকৃতি ধ্বংস করা হয়েছে, এ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ও নগর–পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদি হাসান।

গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী নাঈম উল হাসান বলেন, দেশের রাজনীতিতে প্রাণ-প্রকৃতির বিষয়টি একেবারেই নেই। রাজনীতির মধ্যে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখার দাবি জানান তিনি।

সমাবেশ সঞ্চালনা করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত