সিলেটসহ সারা দেশের গেজেটভুক্ত পাথরকোয়ারিগুলোর ইজারা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (অপারেশন-৩ শাখা) সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে পাথরকোয়ারির ইজারা বন্ধের সিদ্ধান্ত থেকে সরকারের সংশ্লিষ্টদের সরে আসায় অসন্তোষ জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁদের আশঙ্কা, ইজারা প্রথা আবার চালু হলে কোয়ারি ও আশপাশের এলাকায় প্রাণ ও প্রকৃতির ব্যাপক ক্ষতি হবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার প্রথম আলোকে বলেন, ‘এটা রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত। পরিবেশ, জনস্বার্থ ও প্রকৃতি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কোনোভাবেই সঠিক হয়নি। আমরা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভালো কিছু আশা করছি। কিন্তু পরিবেশবিরোধী এমন সিদ্ধান্ত দুঃখজনক।’