রাজধানীর সাইন্সল্যাব মোড় সংলগ্ন বসুন্ধরা গলির ত্রাস পাঞ্জাবি লিটনের সহযোগী রইচ মোল্লাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে বসুন্ধরা গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বসুন্ধরা গলিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল লিটন ও তার সহযোগী রইচ। রইচকে গ্রেপ্তার করা হয়েছে। রইচ আওয়ামী লীগের হেলমেট বাহিনীর সক্রিয় কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশ নিতে দেখা গেছে তাকে। আন্দোলনের ফুটজ ও ছবি দেখে তাকে চিহ্নিত করা হয়েছে।
রইচ মোল্লার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার রাজপাট গ্রামে।