বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা চলছে। শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের পেশোয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এ ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নিলে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের মতো একাধিক খাতে উভয় দেশই লাভবান হবে।
সম্মেলনে দুদেশের ইতিহাসের কথা তুলে ধরেছেন হোসেন। এরপরই ভ্রমণ সহজতর করার জন্য সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহের কথা জানান তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হচ্ছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশি হাই কমিশনার। ভবিষ্যতে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া, তিনি খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে ব্যবসায়ীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেছেন, চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য অব্যাহত থাকলেও এর পরিমাণ এখনও সীমিত। অথচ পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে।
প্রতিরক্ষা খাতে অসাধারণ দক্ষতার জন্য পাকিস্তানি বিমান বাহিনীর প্রশংসার মাধ্যমে বাংলাদেশি হাই কমিশনার তার বক্তব্য শেষ করেন।