দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে প্রশংসিত পাকিস্তান টেস্ট সিরিজে হলো হোয়াইটওয়াশ। কেপটাউনে ১০ উইকেটে হারের কষ্ট আরও বেড়ে গেলো আইসিসির শাস্তিতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ পয়েন্ট হারালো পাকিস্তান। সঙ্গে পুরো দলকে গুনতে হচ্ছে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্লো ওভার রেটের শাস্তি পেলো দলটি। নির্ধারিত সময় শেষে পাঁচ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি আরোপ করেন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন নেই।
আইসিসির নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটে প্রতিটি কম ওভারের জন্য একটি করে পয়েন্ট হারায় দল। ২০২৩-২৫ চক্রে এনিয়ে তৃতীয়বার পয়েন্ট হারালো পাকিস্তান, সব মিলিয়ে ১৩ পয়েন্ট। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও গত বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে ২ ও ৬ পয়েন্ট খোঁয়া যায়।
পাকিস্তানের নামের পাশে এখন ৩৫ পয়েন্ট। অথচ স্লো ওভার রেটের শাস্তি না হলে তাদের থাকতো ৪৮ পয়েন্ট। আগের মতোই অষ্টম স্থানে আছে পাকিস্তান। তারা কেবল ওয়েস্ট ইন্ডিজের ওপরে।