Homeদেশের গণমাধ্যমেপরিবেশ দূষণবিরোধী অভিযান, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা

পরিবেশ দূষণবিরোধী অভিযান, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা


সারা দেশে পরিবেশ দূষণবিরোধী অভিযানে ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত  ৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় ৭৬টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৩০টি ইটভাটা বন্ধের নির্দেশনা এবং ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি কারখানার ৬ ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে বন্ধ করা হয়েছে উৎপাদন।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদফতর বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। 

জানা যায়, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও ঢাকার কামরাঙ্গীরচরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনটি কারখানার বৈদ্যুতিক মিটার জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা করা হয়েছে। একই সময়ে সারা দেশে প্রায় ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

একই দিনে সাতক্ষীরা, নীলফামারী, মাদারীপুর ও গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ১৭ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ময়মনসিংহে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে এক যানবাহন চালককে ৫০০ টাকা জরিমানা এবং অন্যান্য চালককে সতর্ক করা হয়েছে।

পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত