Homeদেশের গণমাধ্যমেপররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ 

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ 


বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান।

সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এবং হাইকমিশনার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সম্ভাব্য সহযোগিতামূলক ক্ষেত্র যেমন- বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ঔষধশিল্প, জাহাজ নির্মাণশিল্প এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা বিপন্ন বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রস্তাবিত রোডম্যাপের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন জানুয়ারি ২০২৫ সালের জন্য আসিয়ানের সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। উভয়ে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান বাংলাদেশে মালয়েশিয়ার গাড়ি তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সকল সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন এবং তার জন্য একটি ফলপ্রসূ মেয়াদ কামনা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত