রোহিত এরপর বলেছেন, ‘ব্যাট প্যাডের খুব কাছাকাছি ছিল। তাই আবারও বলছি, আমি ঠিক জানি না কথা বলার জন্য এটাই সঠিক বিষয় কি না। এটা আম্পায়ারদেরও ভাবার বিষয়। বারবার তারা মত না পাল্টে সব দলের জন্যই একই নিয়ম থাকুক।’
এর আগেও পন্তকে আউটের সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। ভারতের স্কোর যখন ৫ উইকেটে ৫৯, প্যাটেলের বলে এলবিডব্লু হয়েছিলেন পন্ত। আম্পায়ার যেমন আউট দেননি, তেমনি নিউজিল্যান্ডও রিভিউ নেয়নি।