অনুষ্ঠানে মজিবর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আগে নির্বাচন দিন। জনগণ যে দলকে ক্ষমতায় বসাবে, সেই দল জাতীয় সংসদে সব দলকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে ধরনের সংস্কার দরকার তা সম্পন্ন করবে।’
নির্বাচন নিয়ে চক্রান্তের বিরুদ্ধে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মজিবর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ তাদের মূল্যবান ভোট দিতে পারেনি। দীর্ঘ ১৫ বছর ভোট দিতে না পারায় এখন তারা ভোট দিতে উদ্গ্রীব।’
বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মজিবর রহমান। তিনি বলেন, যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় করছে, দলের বদনাম করছে, তাদের কোনোভাবে বরদাশত করা হবে না। এমন গর্হিত কাজে জড়িত ব্যক্তিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।