Homeদেশের গণমাধ্যমেপদত্যাগ করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসিবুর

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসিবুর


পদত্যাগ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কবি নজরুল সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হাসিবুর রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক লিখিত পদত্যাগপত্রে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

হাসিবুর রহমান বলেন, ‘আমি দেশের জন্য সংগ্রাম করেছি, তবে রাজনীতি করতে আগ্রহী নই। যখন জানতে পারলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, তখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিই। তবে আমাকে কেউ চাপ প্রয়োগ করেনি, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রয়োজনে যদি আবার আন্দোলনের প্রয়োজন হয়, তাহলে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করবো।’

জানা গেছে, হাসিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় ২১ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং তিনি অমানবিক নির্যাতনের শিকার হন। প্রায় ১৭ দিন কারাবন্দি থাকার পর ৭ আগস্ট তিনি মুক্তি পান।

হাসিবুর রহমানের পদত্যাগের বিষয়ে সংগঠনটির আহ্বায়ক নাঈম ফরাজী বলেন, বিষয়টি আমি কিছুক্ষণ আগেই জেনেছি। তার এই পদত্যাগের নির্দিষ্ট কোনও কারণ আমাকে বলেনি। তার সাথে কথা বলে বিষয়টা দেখছি। এটা কোনও রাজনৈতিক সংগঠন নয়। কোনও কুচক্রী মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত