পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন ও রাজনীতি গুরুত্বপূর্ণ বাধা বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন এবং রাজনীতি গুরুত্বপূর্ণ বাধা। এই চার বাধা অতিক্রম করতে পারলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, “আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ। তারা বিপ্লব করেছে, তাই আমরা কথা বলতে পারছি। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, দৈনিক আমার দেশ প্রকাশিত হয়েছে।”
তিনি বলেন, “আমি বাংলাদেশ সেনাবাহিনীকে লিখছি, কারণ আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছে, আর আপনারা বসে বসে দেখছেন। তার বিরুদ্ধে একমাত্র লিখেছে ‘আমার দেশ’। সেই অবস্থান থেকে আমরা তখনো সরে যাইনি, আজও সরে যাইনি। যতদিন এই পত্রিকা থাকবে ততদিন লিখব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি ঘোষণা দেন, জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগরসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিরচিত ভূমিকা দৈনিক আমার দেশ পত্রিকায় তুলে ধরা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে এ সিরিজের সূচনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আধিপত্যবাদবিরোধী মঞ্চের নেতা শোয়াইব হাসান, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু প্রমুখ।
গত ১৪ জানুয়াবি প্রেসক্লাবের ২০২৫-২৬ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান, যুগ্ম- সম্পাদক রাহাত চৌধুরি, কোষাধ্যক্ষ ওসমান সরদান, দফতর সম্পাদক এস এম তাওহীদ, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন। এছাড়া কার্যকরী সদস্য পদে আহসান হাবিব ও রবিউল ইসলাম নির্বাচিত হন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান বিন হারুন।