বেল্লাল হোসেনের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা বেল্লাল হোসেন বলেন,‘বেল্লাল আওয়ামী লীগের দোসর। জমি সংক্রান্ত ঘটনায় বেল্লালের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার জন্য বেল্লাল নাটক সাজিয়েছে।’
এই বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে এসআই আমিনুলকে ঘটনাস্থলে তদন্তে পাঠানো হয়েছিল। এই বিষয়ে অভিযোগ দিতে বলা হলেও ভুক্তভোগী আদালতে গিয়েছেন।