পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সোমবার সকাল ৯টায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৯% শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। রবিবার জেলায় তাপমাত্রা নেমে গিয়েছিল ৭ ডিগ্রির ঘরে।
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় এই অঞ্চলের আকাশ আচ্ছন্ন রয়েছে। হালকা বাতাস বয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। গতকালের তুলনায় আজ তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা ও বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। হাটবাজার রাস্তাঘাট যানবাহন ও মানুষের চলাচল কম দেখা যাচ্ছে। শীতে অসহায় ছিন্নমূল দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান জানান, আজ সোমবার সকাল ৬টায় ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।