চাঁদপুরের হরিণা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। চট্টগ্রামে সব ধরনের লাইটার জাহাজ বন্ধ রেখেছে। ঘাটের সামনে আন্দোলন করে ফেডারেশনের নেতা-কর্মীরা সব ধরনের পণ্য ওঠা-নামা বন্ধ রেখেছেন।