স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কিছুদিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়। এরপর থেকে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীসংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দেখা দেয়। শুক্রবার দুপুরের দিকে সজীব জলদাস তাঁর বাবার সঙ্গে ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরে বিকেল সাড়ে চারটার দিকে বাবার সঙ্গে নৌকায় করে মুছাপুর ক্লোজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। মুছাপুর ক্লোজার ঘাটসংলগ্ন এলাকার ছোট ফেনী নদীর পাড়ের কাছাকাছি পৌঁছালে নদীর পাড়ে থাকা দুটি ঝাউগাছ তাঁদের নৌকার ওপর উপড়ে পড়ে। এ সময় নৌকাটি উল্টে সজীব নদীতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান চালালেও সজীবকে উদ্ধার করতে ব্যর্থ হন।