Homeদেশের গণমাধ্যমেনোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান



নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সহযোগিতায় ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রির্সাচ নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও পরীক্ষার জন্য এর আয়োজন করে। 

এ উপলক্ষে আয়োজিত ‘হেল্থ অ্যাওয়ারনেস ফর বেটার লাইফ’ শীর্ষক আলোচনা সভায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সবারই বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইলিয়াস ও তার দল আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ও মেডিকেল চেকআপ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। আমার বিশ্বাস, প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা এই জ্ঞান তাদের নিজেদের জীবনে কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজনীয় মূহুর্তে অন্য কেউ অসুস্থ হলে পাশে দাঁড়াতে পারবে।”

নোবিপ্রবি চিফ মেডিকেল অফিসার (অ্যাডমিন) অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

সভায় আরো উপস্থিত ছিলেন, মেডিসিন অ্যান্ড কগনিটিভ নিউরোলজি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইলিয়াস, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে নোবিপ্রবি উপাচার্যসহ অতিথিরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীদের খোঁজ নেন।

ঢাকা/ফাহিম/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত