নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৫০, ২১ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৫১, ২১ আগস্ট ২০২৪
অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, গত ২০২১ সালের ২৫ আগস্ট রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ পদে যোগদানের পর আমি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় উপ-উপাচার্য পদে আমার নিয়োগটি বাতিল করার অনুরোধ জানাচ্ছি।
এর আগে, শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার (২০ আগস্ট) পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড.দিদার উল আলম। পদত্যাগপত্রে উপাচার্য ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবির মুখে নোবিপ্রবি প্রশাসনের ১১ জন পদত্যাগ করেছেন।
/ফাহিম/মেহেদী/