Homeদেশের গণমাধ্যমেনেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ | কালবেলা

নেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ | কালবেলা


নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অন্তর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তর মিয়া ওই শিশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন আছে। তাকে ধর্ষণের আলামত রয়েছে।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী কালবেলাকে বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। ধর্ষককে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত