Homeদেশের গণমাধ্যমেনেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে আটক ৬

নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে আটক ৬


নেত্রকোনায় ঝটিকা মিছিল বের করার ঘটনায় নিষিদ্ধিঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) এবং সদস্য রাহুল রায় (২৪)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে নেত্রকোনা পৌর শহরের বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধঘোষিত নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করে তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ৬ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করার কারণে আটক ৬ জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত