Homeদেশের গণমাধ্যমেনেত্রকোনায় একদিনে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় একদিনে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার


নেত্রকোনায় একদিনে পৃথক স্থান থেকে অন্তঃসত্ত্বা এক নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

জেলার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, বুধবার দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আবুল কালাম নোয়াপাড়া এলাকার মৃত জমির আলী দেওয়ানের ছেলে।

ওসি আরও বলেন, ‘নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন আবুল কালাম। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে বালুর গদিঘরে এসে ঘুমিয়ে পড়েন। বুধবার দুপুরে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে বারবার কল দিলে তিনি রিসিভ করেননি। পরে তার ভাতিজা শাওন চাচার খোঁজে ওই গদিঘরে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা লাগানো। ওই সময় তার চাচাকে ডাক দিলে ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ পান। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’

জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মোহাম্মদ নুরুল আলম জানান, বুধবার সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া গ্রামে রেললাইনের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই পুকুরে মরদেহটি দেখে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীর বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যা ট্রেনের সাথে ধাক্কা লাগার ফলেও হতে পারে। বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।’

এদিকে জেলার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের যোগিমাড়া গ্রাম থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় খেলন রানী সরকার (৪০) নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খেলন রানী যোগিমাড়া গ্রামের হাবুল সরকারের স্ত্রী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত