Homeদেশের গণমাধ্যমেনির্বাচিত হলে বধিরদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি আবদুস সালামের

নির্বাচিত হলে বধিরদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি আবদুস সালামের


আসন্ন আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হলে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৬২ বিজয়নগরে অবস্থিত জাতীয় বধির সংঘে মহান বিজয় দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ‘জাতীয় বধির সংস্থার’ আজীবন সদস্যদের উদ্যোগে ঢাকা বধির সংঘের আয়োজনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আবদুস সালাম বলেন, যারা কথা বলতে পারে না, যারা সবকিছু প্রকাশ করতে পারেনা সরকারের অনেক সুযোগ আছে তাদের জন্য কিছু করার। তাদেরও অনেক প্রয়োজন আছে। তাদের চাকরি দরকার, ভালো পড়াশোনা দরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই সুযোগ-সুবিধা বের করা দরকার। কিন্তু সেটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই।

বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যদি প্রার্থী হই এবং বিজয় লাভ করি তাহলে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক কিছু করার সুযোগ থাকবে, ইনশাআল্লাহ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, এই এলাকার সন্তান হিসেবে যুদ্ধ করেছিলাম। যুদ্ধের পরে আজকে বাংলাদেশে ৫৩/৫৪ বছর হয়ে গেল অন্যান্য জায়গায় যতটুকু উন্নতি হয়েছে বধিরদের জন্য তার মিনিমাম কোনো উন্নতি হয় নাই। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে কিছু করার।

ঢাকা বধির সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মীরু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কমিশনার হাজি হুমায়ুন কবির, ডেফ ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল হাসান সোহেল ও দক্ষিণ দোকান মালিক সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত