আজ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির বলেন, ‘জাতীয়–আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটছি। অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের প্রয়োজনীয় সংস্কার, জাতীয় সংসদ, সংবিধান, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সবকিছুর মধ্যে সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ, এটা নিয়ে তর্ক–বির্তক করলে আমাদের যে প্রধান অবজেক্টিভ . . .। বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে দূর আকাশের তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে।’
রুহুল কবির বলেন, ‘মুহাম্মদ ইউনূস সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাঁকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের মধ্যে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। সুতরাং এ বিষয়ে আমরা আর কোনো কথা বলতে চাই না। আমরা আশা করি, সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতন্ত্র আসবে, প্রতিটি মানুষ স্বাধীন থাকবে।’