নিরব বলেন, ‘রাজনৈতিক পটভূমির গল্প। এমন গল্পে আমাকে আগে দেখা যায়নি। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। এ সময় দর্শক যেমন ভিন্নধর্মী গল্প দেখতে চান, এটি তেমনই।’ আগামী ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, বাঁয়ে ঝুঁকে বসে আছেন নিরব। একটা হাত মাথায় ঝোলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। তাঁর অভিব্যক্তি হিংস্র। নিরব জানান, ‘গোলাপ’ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করছেন। তিনি বলেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!